Ad Code

Responsive Advertisement

গণযোগাযোগ অধিদপ্তর ৩৯৭ টি পদে বিশাল সার্কুলার

 

গনযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত গ্রেড-20 পর্যন্ত( ৩য় ও ৪র্থ শ্রেণি) নিম্নোক্ত স্থায়ী পদে অস্থায়ীভিত্তিক সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত নিম্নের বর্ণনানুযায়ী শুধু বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

Mass Communication Department – MCD Job Circular 2022

Mass Communication Department – MCD Job Circular 2022 has been published on mcd.teletalk.com.bd and www.masscommunication.gov.bd websites. The total number of vacancies is 397. The last date of application is 25 August 2022. If you are interested in MCD jobs 2022, you must apply online through the website mcd.teletalk.com.bd. Let’s know various information related to the application form filling process and recruitment exam through this post. All information has been collected from the MCD job circular 2022.

গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Gonojogajog Odhidoptor Job Circular 2022) প্রকাশিত হয়েছে। www.masscommunication.gov.bd ওয়েবসাইটে গত 25 জুলাই 2022 তারিখে নতুন এই সার্কুলার প্রথম প্রকাশ করা হয়েছে। মোট শূন্য পদের সংখ্যা ৩৯৭ টি। আবেদনের শেষ সময় ২৫ আগস্ট ২০২২ তারিখ। গণযোগাযোগ অধিদপ্তরে চাকরি করতে চাইলে আপনাকে mcd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে চাকরির আবেদন ফরম পূরণ করতে হবে। চলুন আবেদন ফরম পূরণ প্রক্রিয়া এবং নিয়োগ পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য এই পোস্টের মাধ্যমে জেনে নেই। গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ ২০২২ হতে সকল তথ্য সংগ্রহ করা হয়েছে।

 

Mass Communication Department – MCD Job Circular 2022

Bangladesh Mass Communication Department (MCD) is a government department. It is responsible for managing the government-owned media. Its head office is located in the capital Dhaka.  The department of mass communication is under the Ministry of Information, Government of Bangladesh. It was established on 02 October 1972 by the Government of Bangladesh.     397 people will be appointed against 16 posts in this department. For this, the MCD authorities published a job circular on 25 July 2022.  If you are looking for mass communication govt jobs 2022 then you can also read this post.

 

বাংলাদেশ গণযোগাযোগ অধিদপ্তর (Mass Communication Department) একটি সরকারি অধিদপ্তর। এটি সরকারি মালিকানাধীন সংবাদমাধ্যম পরিচালনার দায়িত্বে নিয়োজিত আছে। এটির প্রধান কার্যালয় রাজধানী ঢাকায় অবস্থিত।  গণ যোগাযোগ অধিদপ্তর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন। ০২ অক্টোবর ১৯৭২ তারিখে বাংলাদেশ সরকার কর্তৃক এই অধিদপ্তরটি প্রতিষ্ঠিত হয়।     গণযোগাযোগ অধিদপ্তর এর বিভিন্ন কাজ রয়েছে। যেমনঃ জনগণের মতামত ও প্রতিক্রিয়া সরকারের কাছে পৌছে দেয়াও এই অধিদপ্তরের অন্যতম দায়িত্ব।  গণযোগাযোগ অধিদপ্তরের ১৬ টি পদের বিপরীতে ৩৯৭ জন লোক নিয়োগ দেওয়া হবে। এজন্য গত ২৫ জুলাই ২০২২ তারিখে একটি জব সার্কুলার প্রকাশ করেছে।







আবেদনের লিংক:


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu