মৌলভীবাজারে কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশী যুবককে এলোপাতারি কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা। জানা গেছে এ ঘটনায় বাংলাদেশের পক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে করা প্রতিবাদ করেছে বিজিবি। কিন্তু কেন? কি কারণে এই হত্যাকাণ্ড? 26 জানুয়ারি দুপুরে মৌলভীবাজারে কুলাউড়া সীমান্তবর্তী কর্মধাই ইউনিয়নের 10 টেকি নতুন বস্তি এওলাছড়া নামক স্থানে এক বাংলাদেশী যুবককে এলোপাতারি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে জেলা জুড়ে তোলপার সৃষ্টি হয়। নিহতের নাম আহাদ আলী বলে জানিয়েছে কুলাউড়া থানার ওসি। জানা গেছে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে বাঘ বিতন্ডা হয় বাংলাদেশী বাসিন্দা আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার পাঁচ গজ ভেতরে ঢুকে এলোপাতারি কুপিয়ে আহত করে আহাদ আলীকে। এসময় রক্ত অবস্থায় আহাদ আলীকে উদ্ধার করেন স্থানীয়রা । পরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেই মারা যান তিনি ।
ঘটনা নিয়ে সীমান্তবর্তী এলাকা শিকরিয়া গ্রামের ইউপি সদস্য জানান- ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কোন ধরনের সমস্যা রয়েছে তাদের স্পষ্ট নয় । সূত্র জানায় 1083 এর 34 এস এ র বাংলাদেশের সীমান্ত এলাকার পাঁচ গজ ভেতরে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের পক্ষে বিএসএফ এর কাছে করা প্রতিবাদ করেছে। বিজেপি সর্বশেষ কুলাউড়া থানার ওসি জানান মৃত ব্যক্তির লাশ মর্গে আছে। হত্যাকারীরা ভারতীয় নাগরিক। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
ভারত-বাংলাদেশের নানা সীমান্তে বেশ কিছুদিন ধরেই কাঁটাতারের বেড়া কিংবা জমি দখল নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে চলছে উত্তেজনা। যা ছড়িয়ে পড়ছে দুই দেশের সীমান্তে বসবাসরত নাগরিকদের মধ্যেও। ইতিমধ্যেই সীমান্তবিরোধ নিরশনে দফায় দফায় পতাকা বৈঠক হলেও তেমন কোন সমাধানে আসতে পারছে না দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী । ফলে উভয় বাহিনী সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে । ঘটনার পরিপ্রেক্ষিতে দুই সীমান্তেই অতিরিক্ত বিজিবি বিএসএফ মোতায়ন করা হয়েছে। দুই সীমান্তের দুই বাহিনীর সেক্টর কমান্ডার সহ উর্ধতন কর্মকর্তারা নিয়মিত ঘটনাস্থলগুলো পরিদর্শন করে নিচ্ছেন যথাযথ ব্যবস্থাও । তবুও থামছেই না এসকল অপ্রীতিকর ঘটনা।






0 মন্তব্যসমূহ