বাংলাদেশের পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি যা বাংলাদেশের নাগরিকদের জন্য আন্তর্জাতিকভাবে ভ্রমণের সুযোগ দেয়। এটি বাংলাদেশ সরকারের পাসপোর্ট অধিদপ্তর থেকে ইস্যু করা হয়।

আমরা নতুন পার্সপোট করার সময় নিত্যদিন নানা সমস্যার সম্মূখীন হতে হয়। যদিও টাকা বা ঘুষ দিলে সেই সমস্যার গুলোর সমাধান হয়ে যায়। তবুও ভোগান্তি কমানোর জন্য পার্সপোর্টের আবেদন নির্ভূল করা খুবই জরুরী।

পিতা-মাতার নামের আগে মৃত লেখা থাকলে, Late বা মৃত কি লেখা লাগবে?

না, পিতা মাতার নামের আগে মৃত বা Late থাকলে পাসপোর্টের আবেদনের সময় মৃত বা Late দেওয়ার প্রয়োজন নেই।

মৃত পিতা-মাতার পেশা কি দিতে হবে?

পিতা-মাতার কেউ মৃত থাকলে, তার পেশা-এর স্থলে Others দিলে হবে।

মৃত পিতা-মাতার কি আইডি কার্ড বা Dead সার্টিফিকেট দেওয়া লাগবে কি?

 না....