Ad Code

Responsive Advertisement

৮৬৪০ কিলোমিটার পায়ে হেঁটে পবিত্র হজ্জ আদায়

 


 ভারতের কেরালা রাজ্যের শিহাব চত্তুর নামক একজন মুসলিম যুবক তার ইচ্চা, পায়ে হেঁটে হজ্জ করবেন। কিন্তু তার বাড়ি থেকে মক্কা নগরীরর যে দূরত্ব তাতে পায়ে হেঁটে হজ্জ করা মোটেই সহজসাধ্য নয়; কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করেই ফেলেছেন। তাই বাড়ি থেকে ৮৬৪০ কিলোমিটার দূরে মক্কায় পায়ে হেঁটে গিয়েই পবিত্র হজ্জ আদায় করবেন শিহাব।

তিনি গত ২ জুন হজ্জযাত্রা শুরু করেছেন। ৪৭তম দিনে তিনি অনেকটা পথ পাড়ি দিয়ে  এখন ভারতের গুজরাটে অবস্থান করছেন। তার আশা, ২৮০ দিনে তিনি ৮৬৪০ কিলোমিটার পথ পায়ে হেটে পাড়ি দিতে সক্ষম হবেন।

তিনি প্রতিদিন ২৫ কিলোমিটার করে পথ হাঁটছেন। তার পরিবার, বন্ধুমহলসহ অসংখ্য মানুষ তাকে সমর্থন করেছেন। শিহাব তার সাথে নিয়েছেন ১০ কেজি ওজনের একটি ব্যাগ।


 তিনি ভারতের কেরালা থেকে পাকিস্তান, ইরান, কুয়েত ও সৌদি আরবের পৌঁছাবেন। শিহাবের আশা, ছেশের সীমানা অতিক্রম করে তিনি ২০২৩ সালের হজে অংশগ্রহণ করতে পারবেন।

উক্ত খরবটি বিভিন্ন সোস্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর থেকে মানুষ তাকে খুবই উৎসাহ দিচ্ছে এবং আল্লাহর কাছে তার সুস্থতা ও নেক হায়াত দান ও তার নেক আশা পূরণের জন্য দোয়া করছেন।

 



এরকম আরও তথ্য পেতে আমার সাইটটি নিয়মিত ভিজিট করুন এবং ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করে অন্যের কাছে পৌছে দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu